Lirik Lagu Odbhuture Tumi Avoidrafa

ধর যদি এমন হয়
বিরাট কোনো শূন্য মাঠে
অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমিআকাশটাতে নীল নেই
মৃত ডালে সবুজ নেই
ধর যদি এমন হয়
ঘুম ভেঙ্গে পেয়ে গেলে
সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি
গোছানো সেই স্বপ্নরা নেই
দেয়ালে ঝোলান হাসি মুখ আর নেই
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে?
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়
নাকি বলবে নেই সময় ফিরে তাকাবার?
অদ্ভুতুড়ে ভালবাসার এটাই সরল সমীকরণ
আসবে জানি আসবে তুমি থাকব না আমি তখন
চাইবে ভালবাসতে বেশি, খুঁজবে সারাটাক্ষণ
নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে?
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
এরই মাঝে হয় না যেন ভালবাসার ছন্দপতন
 

 
  Avoidrafa   Writed by Admin  7x     2024-12-23 12:02:30

post a comment