Lirik Lagu Kotha Dilam Shitom Ahmed

আমি হারিয়ে গিয়েছি
তোমার খোঁজে
কোনো অজানা শহরেআমাকে তুমি আর
খোঁজ না এখানে
পাবে না আমাকে অদূরে

এভাবে আমাকে কাঁদালে কেনো বলো
আমি কি ক্ষতি করেছি তোমার
স্বপ্নগুলো কাচের মতো
ফসকে গিয়ে ভেঙ্গে গেলো
আমি চেয়েছি তোমাকে শতবার

তুমি থাকবে ভেবে তোমাকে দিলাম
আমার সময় আমার অমূল্যবান
আটকে গেলো আমার নিঃশ্বাস
রাখতে গিয়ে তোমার অভিমান
তোমার পথ চলে
আজ আমি সব হারিয়ে

তবু তোমার ছবি আমি রোজই দেখি
দু জন দু দিক হাঁটি
তবু বলে দিলাম
আমি না-ই বলি তোমার সব কাহিনী
আমার হটাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম
তোমায় কথা দিলাম

তবু কেনো
আজো আশা দিয়ে যাও
আমার সাথে
লুকোচুরি খেলো যাও
কেনো আমি বিশ্বাস করে যায়
তোমার চোখের মায়াতে পরে যায়

তবু তোমার ছবি আমি রোজই দেখি
দু জন দু দিক হাঁটি
তবু বলে দিলাম
আমি না-ই বলি তোমার সব কাহিনী
আমার হটাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম
তোমায় কথা দিলাম
 

 
  Shitom Ahmed   Writed by Admin  10x     2024-12-23 12:11:01

post a comment