Lirik Lagu Bonde Maya Lagaichhe Dripto

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে রেকী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে রে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
ওরে, কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায়
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা
বসে ভাবি নিরালায়
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে রে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে রে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
ওরে, কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
 

 
  Dripto   Writed by Admin  25x     2024-12-23 11:46:42

post a comment